বাংলাদেশে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে চালু হলো মেটা এআই: জানুন কী কী করা যাবে

বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে চালু হলো মেটা এআই চ্যাটবট। ৭ নভেম্বর থেকে দেশের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সরাসরি এই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহায়ক ব্যবহার করতে পারছেন।

বাংলাদেশে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে চালু হলো মেটা এআই: জানুন কী কী করা যাবে

মেটা প্ল্যাটফর্মের নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) দ্বারা তৈরি এই চ্যাটবটটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বা গুগলের জেমিনির মতোই কাজ করে। তবে বিশেষত্ব হলো—এটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ভেতরেই সরাসরি যুক্ত, ফলে আলাদা কোনো অ্যাপ ছাড়াই ব্যবহারকারীরা এআইয়ের সুবিধা নিতে পারছেন।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক বুশরা হুমায়রা বলেন, “মেটা এআই কেবল প্রশ্নের উত্তর দেওয়ার টুল নয়; এটি সৃজনশীল, তথ্যভিত্তিক ও ব্যবহারিক কাজেও সহায়তা করতে পারে। এক কথায়, এটি একধরনের ‘অল-ইন-ওয়ান’ ভার্চুয়াল সহকারী।”

তিনি আরও জানান, মেটা এআই ব্যবহারকারীরা সাধারণ জ্ঞান, ইতিহাস, পড়াশোনা বা দৈনন্দিন জীবনের নানা প্রশ্নের উত্তর মুহূর্তেই পেতে পারেন।

অ্যাপের ভেতর থেকেই এটি ব্যবহার করা যায়—ফেসবুক বা হোয়াটসঅ্যাপের সার্চ বার বা চ্যাটে “@Meta AI” লিখে প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যায়।

শুধু তথ্য নয়, সৃজনশীল কাজেও সক্ষম মেটা এআই। উদাহরণস্বরূপ, আপনি যদি লেখেন “সমুদ্রসৈকতে দাঁড়িয়ে থাকা একটি বাঘের ছবি তৈরি করো”, তবে মুহূর্তেই তৈরি হবে সেই এআই ছবি। এ ছাড়া ই-মেইল লেখা, জীবনবৃত্তান্ত তৈরি, প্রবন্ধের খসড়া তৈরি বা গ্রুপ চ্যাটে তাৎক্ষণিক উত্তর তৈরির মতো কাজও সহজে করতে পারে এটি।

বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই মেটা এআইয়ের সঙ্গে কথা বলা সম্ভব। ব্যবহারকারীরা নিজেদের ছবি আপলোড করে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন বা অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলতেও নির্দেশ দিতে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনা, ডেভেলপারদের কোডিং পরামর্শ, এমনকি ভ্রমণ পরিকল্পনা বা বাজেট তৈরির কাজেও এটি সহায়ক।

মেটা জানিয়েছে, এই প্রযুক্তি সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে কনটেন্ট নির্মাতা ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাজ আরও দ্রুত ও সহজ করে তুলবে।

👉 মেটা এআই ব্যবহার করতে ভিজিট করুন: https://www.meta.ai/

আরও পড়ুন: কল এলেই বন্ধ হয়ে যায় মোবাইল ডেটা? জেনে নিন সহজ সমাধান!

Post a Comment

Previous Post Next Post

نموذج الاتصال